Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

LPG Gas Reduce: ৮২৯ টাকার রানার গ্যাসে ১০০ টাকার ছাড়! আপনি কীভাবে পাবেন? জানুন

Advertisements
Advertisements

LPG Gas Reduce: গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর! বাড়িতে বসেই মিলবে আরও ১০০ টাকা ছাড়। তাও আবার রান্নার গ্যাসে। কিন্তু কীভাবে পাবেন তা জানেন কি? মানুষের নিত্যদিনের জীবনে রান্নার গ্যাসের প্রয়োজনীয়তার কথা আশাকরি কাউকে বলে বোঝানোর নয়। তবে, আজকালকার বাজারে দাঁড়িয়ে সব জিনিসের মতোই গ্যাসের যা দাম তাতে মাথায় রীতিমতো হাত পড়ে মানুষজনের। তবে, জানেন কি এবার সামান্য হলেও গ্যাসের দামে রেহাই পেতে চলেছেন।

Advertisements

কিন্তু সেটা কিভাবে জানেন কি? বর্তমানে চলছে ডিজিটাল যুগ। আর সেখানেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে মিলবে ছাড়। কিন্তু কোন কোন অ্যাপের দ্বারা কিভাবে ছাড় মিলবে চলুন সেটাই এবার সবিস্তারে জেনে নেওয়া যাক।

অ্যামাজন পে মারফত গ্যাস বুকিং

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে থাকেন। আর তারমধ্যে জনপ্রিয় একটি অ্যাপ হল অ্যামাজন (Amazon)। অনেকেই আছেন যারা আবার অ্যামাজন থেকে বিলও পেমেন্ট করেন। আর তার জন্য অ্যামাজন পে মোবাইল ওয়ালেটে একাউন্ট খুলতে হয়। এখান থেকে অনেক ক্যাশব্যাকও মেলে। আর এখান থেকেই আপনি যদি রান্নার গ্যাসের জন্য বুকিং করতে পারেন তাহলে ৫০টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।

আরও পড়ুন: আবেদন করুন মোদির এই প্রকল্পে, পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা!

তবে, গ্যাস বুকিং ছাড়াও ক্রেডিট কার্ড বিল পেমেন্ট থেকে শুরু করে রিচার্জ, বিদ্যুৎ বিল পেমেন্ট সবক্ষেত্রেই এই অ্যামাজন পে মারফত পেমেন্ট করতে পারবেন।

রান্নার গ্যাস বুকিং-এ কিভাবে মিলবে ১০০ টাকার ছাড়?

অ্যামাজন পের পাশাপাশি আপনি পেটিএম মারফতও বিভিন্ন ছাড় পেতে পারেন। সম্প্রতি পেটিএমে একাধিক বিল পেমেন্টের উপর ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। কোন ব্যক্তি যদি পেটিএম মারফত গ্যাসের বুকিং, DTH রিচার্জ, বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ করেন তাহলে সে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

আরও পড়ুন: HS-এর পর কোন কোর্স করলে সরকারি চাকরি পাওয়া সহজ? জেনে নাও

তবে, এক্ষেত্রে বিভিন্ন ইউজার বিভিন্ন রকমের ক্যাশব্যাক পেতে পারেন। তারজন্য নূন্যতম ৪৮ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয়। আর এই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক একাউন্টে ঢুকে যাবে। তবে, হ্যাঁ পেমেন্ট করার আগে অবশ্যই শর্তগুলি পরে নেবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।