Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Best Course After HS: HS-এর পর কোন কোর্স করলে সরকারি চাকরি পাওয়া সহজ? জেনে নাও

Advertisements
Advertisements

Best Subject After HS: গতকাল বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যতের কান্ডারী কারা তাদের নাম এসেছে প্রকাশ্যে। তবে,এরপর ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে তা জানেন কি? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়েই আলোচনা করবো। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই শিক্ষার্থীরা স্কুলের গন্ডি পার করে কলেজের পথে হাঁটে। আর সেই থেকেই তাদের জীবনপথে চলার শুরু হয়।

Advertisements

এরমধ্যে অনেকেই আছেন যারা কিনা কলেজ পাশ করার পর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। আবার অনেকেই আছেন যারা কলেজে পড়াকালীনই চাকরির পড়া পড়ে। তবে, তারমধ্যে অনেকে আবার খুবই চিন্তিত হয়ে পড়ে কলেজে উঠে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। কেউ থাকে সায়েন্স স্ট্রিমে। কেউবা আর্টস আর কেউ কমার্স। তবে, কেউ চাইলে আর্টস স্ট্রিম থেকে কমার্স স্ট্রিমে যেতে পারলেও সায়েন্স স্ট্রিমে যেতে পারবে না। আজকে আমরা জানাবো উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্স করলে সরকারি চাকরি পাওয়া সহজ।

Best Course After HS Check In details

তবে, কোন স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্য কোন কোর্স ভালো বা তার ভবিষ্যতের জন্য সঠিক চলুন সেটাই এবার সবিস্তারে জেনে নেওয়া যাক। কোন শিক্ষার্থী যদি সায়েন্স স্ট্রিমের ছাত্র অথবা ছাত্রী হয় তাহলে তার জন্য কেরিয়ার অপশন গুলি হল-

  1. বিএসসি (BSC)
  2. এমবিবিএস বা ডাক্তারি (MBBS)
  3. বিএ/বিটেক (BA/B.TECH)
  4. ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স (Bachelor in Computer Science)
  5. ব্যাচেলর অফ আর্কিটেকচার (B.Arch)
  6. বিএসসি-আইটি এবং সফ্টওয়্যার (Bachelor of Science in IT & Software)
  7. পোস্ট বেসিক নার্সিং (Post Basic BSc-Nursing)
  8. ব্যাচেলর অফ ফার্মেসি (Bachelor Of Pharmacy)

আরও পড়ুন: চাকরি বাতিলের প্রভাব স্কুলে? একাদশ শ্রেণিতে ভর্তি বন্ধ! জারি হল নোটিশ

এছাড়া কোন শিক্ষার্থী যদি আর্টস স্ট্রিমের ছাত্র অথবা ছাত্রী হয় তাহলে তার জন্য কেরিয়ার অপশন গুলি হল-

  1. ব্যাচেলর অফ ফাইন আর্টস (Bachelor of Fine Art)
  2. হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স (BA in Humanities and Social Sciences)
  3. বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল (Bachelor of Science in Hospitality & Travel)
  4. বিএ ইন আর্টস (BA in Arts/Fine/visual/performing)
  5. বিএ এলএলবি (BA LLB )
  6. বিএ ইন ডিজাইন (Bachelor of Design)
  7. ব্যাচেলর ইন জার্নালিজম (Bachelor of Journalism)
  8. ব্যাচেলর অফ ম্যাস মিডিয়া (Bachelor of Mass Media)
  9. ডিপ্লোমা ইন এডুকেশন (DEd)
  10. ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (Bachelor of Journalism & Mass Communication)

আরও পড়ুন: এই সব সরকারি কর্মীদের পোয়া বারো, বেতন বৃদ্ধি পাচ্ছে ৮ হাজার টাকা

আর সবশেষে কোন শিক্ষার্থী যদি কমার্স স্ট্রিমের ছাত্র অথবা ছাত্রী হয় তাহলে তার জন্য কেরিয়ার অপশন গুলি হল-

  1. বিবিএ এলএলবি (BBA LLB)
  2. বিকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্স (B.Com in accounting and Commerce)

তবে, সবশেষেও জানিয়ে রাখা ভালো যে, পরীক্ষার্থীরা যে বিষয় নিয়েই পড়ুক না কেন তার আগে প্রশ্নপত্রের প্যাটার্ন দেখে নেওয়া উচিত। আর এইসব বিষয়গুলি নিয়ে পড়লে ছাত্র-ছাত্রীদের কাছে সরকারি চাকরি পাওয়া খুবই সহজ হয়ে উঠবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।