Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Ayushman Bharat Yojana: আবেদন করুন মোদির এই প্রকল্পে, পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা!

Advertisements
Advertisements

Ayushman Bharat Yojana: বিনা পয়সায় মিলবে চিকিৎসা! এমনকি পাবেন ৫ লক্ষ টাকা। আবেদন করুন মোদির এই প্রকল্পে। কিন্তু এই প্রকল্পের নাম কি? কিভাবেই বা চিকিৎসা সহ লক্ষাধিক টাকা মিলবে তা জানেন কি? সেকথা জনাব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। দেশের মানুষদের সুবিধার কথা ভেবে রাজ্য হোক বা কেন্দ্র নানান সময় নানান ধরণের প্রকল্প নিয়ে আসে। আর তেমনই একটি প্রকল্প হল এই আয়ুষ্মান ভারত যোজনা। যার মাধ্যমে দেশের মানুষজন বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন।

Advertisements

Ayushman Bharat Yojana

তবে, সম্প্রতি আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি আরও বড় জায়গায় নিয়ে যেতে চাইছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, সত্তর বছরের ঊর্ধে থাকা ব্যক্তিদের এই আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। আর তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, যারা আর্থিক দিক দিয়ে স্বচ্ছল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা?

তাহলে বলে রাখি যে, অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন ৭০ ঊর্ধ্ব ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চলুন সবিস্তারে গোটা বিষয়টি জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: চাকরি বাতিলের প্রভাব স্কুলে? একাদশ শ্রেণিতে ভর্তি বন্ধ! জারি হল নোটিশ

আয়ুষ্মান প্রকল্প আসলে কি?

আমরা সকলেই জানি যে, দিন দিন যেহারে জিনিস পত্রের দাম বাড়ছে তেমনই আবার বাড়ছে চিকিৎসার খরচ। যারফলে আর্থিক দিক দিয়ে দুঃস্থ মানুষজন চিকিৎসা করাতে পারেন না। আর তাইতো এই দুঃস্থ মানুষজনের কথা ভেবেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্প এনেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক দিক দিয়ে দুর্বল থেকে শুরু করে সবল সকলেই সাহায্য পাবেন। ২০১৮ সালে প্রথম এই প্রকল্প কার্যকর করা হয়। তাও আবার গোটা দেশজুড়ে।

আয়ুষ্মান প্রকল্প মারফত ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন গ্রাহকরা। আর তারজন্য প্রয়োজন আয়ুষ্মান কার্ড। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এখনও পর্যন্ত নাকি ৫০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

কিভাবে আয়ুষ্মান প্রকল্পর সুবিধা মিলবে?

যে হাসপাতালে নাম নথিভুক্ত আছে তেমন হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা মিলবে। আয়ুষ্মান প্রকল্পের কার্ড দেখিয়েই চিকিৎসা করা যাবে। এই কার্ড মারফত গ্রাহকরা বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন।

আরও পড়ুন: পুজোর ছুটিতেও রেহাই নেই পড়ুয়াদের! এইভাবে চলবে ক্লাস

আয়ুষ্মান কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

গ্রাহকরা আয়ুষ্মান কার্ডের জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন। মূলত যারা দারিদ্র সীমার নিচে বাস করেন এমনকি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যারা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS)-এর সুবিধা পান তারাই এই জন্য আবেদন করতে পারেন। চলুন আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।

  1. প্রথমেই আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in-এ যেতে হবে।
  2. তারপর ‘বেনিফিশিয়ারি হিসাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে।
  3. এরপর সেখানে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।
  4. তারপর মোবাইল নম্বরে আসা OTP যাচাই হওয়ার পরে পরিবারের সদস্যদের সম্পর্কে সব তথ্য লিখতে হবে। এই যেমন ধরুন আধার কার্ড , রেশন কার্ড, পারিবারিক পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  5. এরপর সাবমিট করে দিলেই এই কার্ডের জন্য এপ্লাই হয়ে যাবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।