Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Puja Vacation: পুজোর ছুটিতেও রেহাই নেই পড়ুয়াদের! এইভাবে চলবে ক্লাস

Advertisements
Advertisements

WB Puja Vacation: স্কুলের চাকরি সেতো আরামের চাকরি! এমন ধারণা কিন্তু অনেকের মনেই আছে। পূজোর ছুটি গরমের ছুটির সব মিলিয়ে সব থেকে বেশি ছুটি শিক্ষক- শিক্ষিকারই পান। তবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এই ছুটি সংক্রান্ত সুখের সময় শেষ হতে চলেছে! ফাঁকিবাজির দিন কিন্তু শেষ হতে চলেছে পড়ুয়াদেরও! কেন জানেন?

Advertisements

WB Puja Vacation: ছুটিতেও হবে ক্লাস?

গরমের ছুটি হোক বা পূজোর ছুটি এই দুই ছুটির অপেক্ষায় থাকেন সকল স্কুল ছাত্র ছাত্রীরা। আর এই ছুটিটা প্রাণভরে উপভোগ করতে চাই সকলে। কিন্ত তার মাঝে পড়ুয়াদের ফাঁকিবাজিও চলে। এমন অবস্থায় সম্প্রতি খবর সামনে এসেছে এবার থেকে গরমের ছুটি হোক বা পূজোর ছুটি সবেই চলবে ক্লাস। তবে স্কুলে গিয়ে নয়, ক্লাস হবে অনলাইনে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া বার্ষিক কর্মসূচি তালিকায় সম্প্রতি এমনই উল্লেখ করা হয়েছে।

কি বলা হয়েছে বার্ষিক কর্মসূচিতে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য annual working plan জারি করেছে। আর এখানে সব থেকে বেশি জোর দেয়া হয়েছে টিচিং লার্নিং এর ওপর। সেই সূত্রে ছুটি চলাকালীন অনলাইন ক্লাসের কথা উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তবে এই কর্মসূচি বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: রাজ্যে গ্রাম পঞ্চায়েতে প্রচুর পদে নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

দীর্ঘ গরমের ছুটি বা পুজোর টানা ছুটি যাতে সিলেবাস শেষের পথে বাধা না হয়ে ওঠে তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে সুবিধামতো অনলাইন ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে।

প্রসঙ্গত এবছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে তার জন্য একটি নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলকে। প্রত্যেক সেমিস্টারের নির্দিষ্ট contact Hour বা সক্রিয় পঠন-পাঠনের সময় ঠিক করে দেওয়া হয়েছে। এর মধ্যে 100 ঘণ্টা প্রথম সেমিস্টারের জন্য, দ্বিতীয় সেমিস্টারের জন্য 80 ঘন্টা। এছাড়াও 20 ঘন্টা কন্টাক্ট আওয়ার ধরা হয়েছে হোম অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল ও রেমেডিয়াল ক্লাসের জন্য।

আরও পড়ুন: এই সব সরকারি কর্মীদের পোয়া বারো, বেতন বৃদ্ধি পাচ্ছে ৮ হাজার টাকা

সেমিস্টার পদ্ধতিতে সময়ের মধ্যে ক্লাস শেষ করতে গেলে ছাত্র স্বার্থে শিক্ষকদের অনলাইন ক্লাস করাতে হবে। তাই শিক্ষা সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মে মাসের মাঝামাঝি থেকে ক্লাস শুরু হবার কথা বলা হয়েছে‌। কিন্তু টানা গরমে ছুটি ও ভোটের কারণে সেই সময় ক্লাস শুরু করতে পারবেনা স্কুলগুলি। এই সময়টা যাতে নষ্ট না হয় তা আটকাতেই অনলাইন ক্লাস করানোর সিদ্ধান্ত।

প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সুচি অনুযায়ী সেপ্টেম্বর মাসে ১৩ তারিখ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শুরু হচ্ছে। মার্চের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে। এমন অবস্থায় অনলাইন ক্লাস না নিলে পাঠ্যক্রম শেষ করা চ্যালেঞ্জের হবে বলে মনে হচ্ছে। তাই এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী বলেই মত অধিকাংশের।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।