Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Gram Panchayat Recruitment 2024: রাজ্যে গ্রাম পঞ্চায়েতে প্রচুর পদে নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

Advertisements
Advertisements

WB Gram Panchayat Recruitment: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও রুরাল ডিপার্টমেন্টে হতে চলেছে কর্মী নিয়োগ। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? তবে, দিন দিন যেহারে বেকারদের সংখ্যা বেড়ে চলেছে তাতে আগামীদিনে রাজ্য তথা দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই শঙ্কায় সকলেই ভুগছেন। তবে, এসবের মাঝেও শোনা গেল সুখবর।

Advertisements

তবে, কিভাবে আবেদন করবেন? বেতনই বা কত পাবেন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WB Gram Panchayat Recruitment

পদের নাম: এক্সজিকিউটিভ এসিস্টান্ট (Executive Assistant), গ্রাম পঞ্চায়েত কর্মী (Gram Panchayat Karmee), নির্মাণ সহায়ক সেক্রেটারি (Nirman Sahayak, Secretary), একাউন্ট ক্লার্ক (Accounts Clerk), ওয়ার্ক এসিস্টান্ট (Work Assistant)।

শূন্যপদের সংখ্যা: ৬৬৫২।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে?

West Bengal Panchayat Recruitment Management System থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে প্রাথীদের অতি অবশ্যই কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার এপ্লিকেশনে ডিপ্লোমা করতে হবে। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা: এক্ষেত্রে প্রাথীর বয়স ১.১.২০২৪ অনুযায়ী সর্বনিম্ম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এক্ষেত্রে বেতন ধার্য্য করা হয়নি।

আরও পড়ুন: ফাটা বাঁশে পড়ল রাজ্যের সরকারি কর্মীরা! এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে

কিভাবে আবেদন করবেন? (How to Apply For WB Gram Panchayat Recruitment?)

  1. আবেদন করার জন্য প্রথমেই প্রাথীকে পশ্চিমবঙ্গ সরকারের সরকারী পোর্টাল prd.wb.gov.in-এ যেতে হবে।
  2. এরপর পঞ্চায়েত নিয়োগ চাকরির আবেদনপত্রটি সন্ধান করুন। আর তারপর সেখানে ক্লিক করলে প্রার্থীরা WBPRMS ওয়েবসাইটে যেতে পারবেন।
  3. তারপর সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য দিন নির্ভুলভাবে।
  4. এরপর অনলাইনে আবেদন ফি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

কিভাবে নিয়োগ করা হবে?

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট সহ অবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রাথীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

আরও পড়ুন: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর এবার ৩২ হাজার প্রাইমারি চাকরি বিপদে

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।