Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

হাতে মাত্র ১ মাস, তার মধ্যেই এই ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি বন্ধ হতে চলেছে

Advertisements
Advertisements

তাহলে কি এবার সমস্যায় পড়বে গ্রাহকরা? হাতে রয়েছে মাত্র ১ মাস। তার মধ্যেই এই ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি বন্ধ হতে চলেছে। দেশের দ্বিতীয় বড় ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। আর এবার সেই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এল বড়সড় খবর। সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে একটি বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, সেই নির্দেশিকায় কি বলা হয়েছে জানেন কি?

Advertisements

সেখানে বলা হয়েছে যে, ব্যাঙ্কের যেসমস্ত গ্রাহকদের একাউন্ট গত তিনবছর ধরে কোনোপ্রকার লেনদেন করা হয়নি তাদের একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর তা হবে ৩০দিনের মধ্যে। শুধু তাই নয় যেসব একাউন্টে কোনরকম ব্যালেন্স নেই তাদের একাউন্ট বন্ধ হয়ে যাবে। তবে, অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে, হঠাৎ করে কেন ব্যাঙ্কের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বন সহায়ক পদে নিয়োগ হচ্ছে! অষ্টম পাশে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন

তাহলে জানিয়ে রাখি যে, কোনপ্রকার দুর্নীতি যাতে না হয় সেই কারণেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ বছরের একাউন্টগুলিকে ৩০ এপ্রিল অবধিই গণ্য করা হয়েছিল। আর তারপরই তা বাতিল করে দেওয়া হয়েছে। তবে, যেগুলি ডিম্যান্ড সংক্রান্ত একাউন্ট, লকার একাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট, প্রধানমন্ত্রী বিমান জ্যোতি বিমা যোজনা, ডিবিটি, এপিওয়াই, পিএমএসবিওয়াই সংক্রান্ত একাউন্ট সেগুলি বন্ধ করা হবেনা।

আরও পড়ুন: পার্মানেন্ট সরকারি চাকরি দিচ্ছে রাজ্য, প্রতিবেদনে পড়ে আবেদন করুন

তবে, ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনও ভারতীয় কিউআরকোড, ইউপিআইডিতে টাকাপয়সা পাঠাতে পারবে। এমনকি নিত্যদিনের পেমেন্টের ক্ষেত্রেও মিলবে সুবিধা। পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে এলআরআই ব্যাঙ্কের একাউন্টের মাধ্যমে গ্রাহকরা সমস্ত ধরণের লেনদেন করতে পারবেন। এমনকি দিতে পারবেন বিলও।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।