Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Gold Price Today: সোনার দামে বিরাট পরিবর্তন! জানুন কলকাতায় ১০ গ্রাম স্বর্ণের বাজারদর

Advertisements
Advertisements

Gold Price Today: ফের একবার সোনার দামে বড়সড় পরিবর্তন! জানেন কি আজকের বাজারে দাঁড়িয়ে ১০ গ্রাম সোনার দাম কত? বর্তমানে চলছে বিয়ের মরসুম। আর তা না থাকলেও বাঙালিদের বারো মাসে ১৩ পার্বন লেগেই থাকে। আর তা বাদেও সোনা (Gold)

Advertisements

প্রেমী মানুষদের জন্য আলাদা করে দিনক্ষণ লাগে না। তারা যেদিন ইচ্ছে সেদিনই সোনা কিনে নিতে পারেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দাম কম থাকলে কিছু মন্দ হয়না বৈকি।

কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সোনার দাম এতটাই আকাশছোঁয়া যে মানুষ সোনা কিনতে ভয় পায়। তবে, তারপরেও গত কাল অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকান গুলিতে উপচে পড়ার মতো ভিড় ছিল। কেননা, শুভ দিনে মানুষ শুভ জিনিসটাই কিনতে চায়। তবে, জানেন কি কালকের চেয়েও আজকে সোনা ও রুপোর দামে কিছুটা বদল চোখে পড়েছে। কেননা, দুটো ধাতুর দামই আবার বেড়েছে।

আরও পড়ুন: ATM কার্ড নেই তাতে কি? এইভাবে ATM থেকে টাকা তুলুন আধার কার্ড দিয়ে

মূলত ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে। দেশের টাকা, মার্কিন ডলার, আন্তজাতিক বাজার, দেশের বাজারের পরিস্থিতি দেখে সোনার দাম ঠিক হয়। সোনার যেভাবে ওঠানামা চলে তাতে একেক সময় মাথায় হাত পরে ক্রেতাদের। তবে, আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় সোনা ও রুপো কততে বিকোচ্ছে তা জানেন কি? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

গতকাল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬৭,৫৫০ টাকা। তবে, আজকের দিনে দাঁড়িয়ে সেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৬৭,৫৬০ টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের তুলনায় আজকে সোনার দাম ১০ টাকা বেড়েছে। একইভাবে কালকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭৩,৬৯০ টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৩,৭০০ টাকা। এক্ষেত্রেও গতকালের তুলনায় আজকে সোনার দাম ১০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: রেলে গ্রুপ ডি পদে ১.৫ লক্ষ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ওদিকে গতকাল ১ কেজি রুপোর দাম ছিল ৮৭,৭০০ টাকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ১ কেজি রুপোর দাম দাঁড়িয়ে ৮৭,৮০০ টাকা। সেক্ষেত্রে বলা যায় যে, কালকের তুলনায় আজকে রুপোর দাম ১০০ টাকা বেড়েছে। সবদিক বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে যে, গতকালের তুলনায় আজকে সোনার দাম সামান্য বেড়েছে। আর রুপোর দাম কিছুটা বেড়েছে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।