Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Bank Sell Update: বিক্রি হয়ে যাচ্ছে এই ব্যাংক! আপনার জমানো টাকার কি হবে?

Advertisements
Advertisements

Bank Sell Update: গ্রাহকদের জন্য এল বড়খবর! বিক্রি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক। কিন্তু কোন ব্যাঙ্ক তা জানেন কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্কের প্রয়োজনীয়তার কথা কাউকে বলে বোঝানোর নয়। নিজেদের গচ্ছিত সম্পদ থেকে শুরু করে টাকা-পয়সা সবকিছুই ব্যাঙ্কের কাছে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। তবে, সম্প্রতি তেমনই একটি ব্যাঙ্ক বিক্রি হতে চলেছে। ব্যাঙ্কের নাম নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড।

Advertisements

এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ব্যাঙ্কে মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। আর এই ব্যবসা রয়েছে মোট ৫টি রাজ্যে। আর তাতে মোট ১৬৬ টি শাখা রয়েছে। ৯৪১ জন কর্মচারীও রয়েছে। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা এই শেয়ার বিক্রি করতে চলেছেন। আর তাই এই ব্যাঙ্ক সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে পেয়ে যাবেন। এই মুহূর্তে ব্যাঙ্ক বিক্রির বিষয়ে জানা যাচ্ছে যে, ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া নাকি চলছে।

আরও পড়ুন: কলকাতার কাছের এই নদীতে বয়ে চলে সোনা! আপনি চাইলেই যেতে পারেন

তবে, গত সপ্তাহে প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে কথা হয়েছে। আর সেই আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই চারিদিকে হৈচৈ পরে গিয়েছে যে, তাহলে কত টাকায় এই নৈনিতাল ব্যাঙ্ক বিক্রি হচ্ছে? তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে প্রেমজি ইনভেস্ট একটি মেয়াদ পত্রে স্বাক্ষর করেছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে কেউই আসেনি।

আরও পড়ুন: ভোট দেবেন? লিস্টে নাম আছে তো? এই নম্বরে SMS করে চেক করুন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, প্রথম ধাপে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। আর পরের ধাপে পরবর্তী অংশ বিক্রি করা হবে। তবে, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। জানিয়ে রাখা ভালো যে, ১৯২২ সালে এই ব্যাঙ্ক চালু হয়। গোবিন্দ বল্লভ পন্ত এবং নৈনিতালের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।