Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Check Name in Voter List: ভোট দেবেন? লিস্টে নাম আছে তো? এই নম্বরে SMS করে চেক করুন

Advertisements
Advertisements

Check Name in Voter List: ইতিমধ্যেই দেশে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। জোর কদমে চলছে ভোট। আর এই ভোট দিতে ভোটার আইডি কার্ড লাগে সেটা আমরা প্রায় সকলেই জানি। তবে, আজ আপনাদের এমন কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনারা ভোটার তালিকায় নাম চেক করা থেকে ভোটার আইডি ডাউনলোড সবই করতে পারবেন। তাও আবার একটি মাত্রা এসএমএসের মাধ্যমে। কিন্তু কিভাবে জানেন কি? চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

কিভাবে ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করবেন?

আপনি জানেন কি এক্ষেত্রে ভোটার তালিকায় নাম দেখার জন্য কোনোরকম ইন্টারনেটের প্রয়োজন নেই। এমনকি খুলতে হবেনা কোনো ওয়েবসাইট। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন যে, কেবলমাত্র একটি বার্তা পাঠিয়েই ব্যবহারকারীরা ভোটার তালিকায় নিজের যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন: সোনার দামে বিরাট পরিবর্তন! জানুন কলকাতায় ১০ গ্রাম স্বর্ণের বাজারদর

কিভাবে ই-ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন?

ই ভোটার আইডি কার্ডের জন্য আপনাকে প্রথমেই ভোটার পরিষেবা পোর্টালে (voters.eci.gov.in) যেতে হবে। তারপরে এপিক ডাউনলোড করে এপিক নম্বর পূরণ করতে হবে। এরপর ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে গেলে অপশন পাবেন। কোন ব্যক্তির যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন বাড়াচ্ছে মৃত্যুর আশঙ্কা! ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে!

SMS এর মাধ্যমে কিভাবে সম্পূর্ণ তথ্য পাবেন?

গ্রাহকরা চাইলে এসএমএসের সাহায্যেও সব তথ্য জানতে পারবে। তাহলে আপনাকে ১৯৫০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। তাও আবার EPIC নম্বর লিখে। উদাহরণ স্বরূপ জানিয়ে রাখি যে, আপনার EPIC নম্বর যদি 87654321 হয় তাহলে আপনাকে মেসেজ এ লিখতে হবে ECI 87654321।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।