Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Car Light Penalty: গাড়িতে এই লাইট লাগালেই ধরছে পুলিশ, করছে জরিমানা

Advertisements
Advertisements

Car Light Penalty: গাড়ি কেনার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, আর তার সাথেই চাহিদা বাড়ছে সেই গাড়ি নিজের পছন্দমত কাস্টমাইজ করা। অনেকেই নিজেদের পছন্দমত গাড়ির ফিচারস পরিবর্তন করছেন। ‌ আর এর মধ্যেই অনেকে গাড়িকে সাজাতে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে গাড়ির হেডলাইটে সাদা এলইডি ব্যবহার করছেন। কিন্তু জানেন এর ফলে জরিমানা দিতে হতে পারে আপনাকে?

Advertisements

উজ্জ্বল সাদা আলোর এলইডি হেড ল্যাম্প ইন্সটল করার প্রবণতা কয়েক বছরে ভারতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু অটো মেকার তাদের যানবাহনে স্ট্যান্ডার্ড সরঞ্জাম হিসাবে সাদা এলইডি লাইট অফার করছে। তবে সম্প্রতি এই সাদা এলইডি লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানেন কি এই বিষয়ে! জেনে নিন বিস্তারিত।

Car Light Penalty

ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে যানবাহনের সংখ্যার অভাব নেই। কিন্তু যানবাহন যত বেড়ে চলেছে ততই পথ নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা। আর সরকার এই চিন্তা থেকে বিভিন্ন সময় মোটর ভেহিকেল আইনে পরিবর্তন আনছে। এরমধ্যেই যে সকল গাড়িতে White LED লাইট রয়েছে সেই গাড়ি ধরা হচ্ছে, সাথে চালানও কাটা হচ্ছে।

সম্প্রতি গুজরাটে নিষিদ্ধ করা হয়েছে গাড়ির হেডলাইটে সাদা LED এর ব্যবহার। গুজরাট সরকারের পরিবহন দপ্তর এই ধরনের গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে। জানানো হয়েছে যেসব গাড়ির মালিকরা সাদা এলইডির ব্যবহার করছেন তাদের জরিমানা করা হবে। আহমেদবাদ RTO বেআইনিভাবে সাদা হেডলাইট বসানো গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: আবেদন করুন মোদির এই প্রকল্পে, পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা!

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

গত কয়েক বছরে দেখা যাচ্ছিল এলইডি হেডল্যাম্প ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। গাড়ি নির্মাতারা হলুদ হেডল্যাম্প দিয়ে থাকেন সাধারণত। তবে গাড়ি কেনার পর অনেকেই সাদা LED হেডলাইট বসাচ্ছেন।

কিন্তু এই সাদা এলইডি হেডলাইট এর উজ্জ্বলতা অনেক বেশি হয়। তাই অনেক সময় এই গাড়ির বিপরীত দিকে থাকা পথচারী ও গাড়ি চালকের দৃষ্টি ধাঁধিয়ে যায় জোরালো আলোতে। এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের হেডলাইট বসানোর বিরুদ্ধে সচেষ্ট হয়েছেন আহমেদাবাদ RTO. শহরজুড়ে ব্যান করা হয়েছে After Market White LED Light এর ব্যবহার।

আরও পড়ুন: HS-এর পর কোন কোর্স করলে সরকারি চাকরি পাওয়া সহজ? জেনে নাও

কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ?

  1. যেইসব গাড়ির মালিক এই After Market White LED Light এর ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
  2. এর পাশাপাশি যে দোকানে LED LIGHT বিক্রি করা হয় সেগুলি ক্র্যাকডাউন করা শুরু করেছে প্রশাসন।
  3. তবে দেশের অন্যান্য রাজ্যে এই নিয়ম চালু করা হবে কিনা সে বিষয়ে কিছু তথ্য সামনে আসেনি।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।