Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ATM Withdrawal Limit: ATM থেকে আর ইচ্ছেমতো টাকা তোলা যাবে না! শুধু এই কয়বার ফ্রী

Advertisements
Advertisements

ATM Withdrawal Limit: আজকালকার যুগ পুরোটাই টেকনোলজির উপর নির্ভরশীল। আর তাইতো দিনে দিনে টেকনোলজির ব্যবহার বেড়ে চলেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটিএম কার্ডের প্রয়োজনীয়তার কথা আশাকরি নতুন করে বলার কিছু নেই। ব্যাঙ্কের দ্বারস্থ না হয়ে যেকোন সময় মানুষ এটিএম কার্ড থেকে নিমেষেই টাকা তুলে নিতে পারেন। তবে, এটিএম কার্ডের যেমন অনেক সুবিধা আছে তেমনই আবার এই কার্ড ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে।

Advertisements

প্রায় সময়ই এটিএম কার্ড জালিয়াতির খবর বেশি শোনা যায়। এমনকি জাল নোট থেকে শুরু করে ছেঁড়া ফাটা নোট সব নিয়েই গ্রাহকদের সমস্যায় পড়তে হয়। তবে, তারপরেও এই কার্ড ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না। তবে, আপনি জানেন কি একদিনে এই কার্ড মারফত সর্বাধিক কত টাকা তোলা যায়? এমনকি এটিএম থেকে টাকা তুলতেই বা কত টাকা লাগে জানেন কি?

আরও পড়ুন: গাড়িতে এই লাইট লাগালেই ধরছে পুলিশ, করছে জরিমানা

এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা তোলার নিয়ম বিভিন্ন। কোনো ব্যাঙ্কে দেখা যায় যে, একদিনে ১০ হাজার টাকা তোলা যায়। আবার কোনো কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা যায়। এমনকি আবার কোনো ব্যাঙ্কে একদিনে ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যায়। তাই বলা যায় যে, ব্যাঙ্কের টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই।

আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী! এই ছয় জেলায় তুমুল বৃষ্টিপাত, সতর্কতা জারি IMD-এর

তবে, হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে জানানো হয়েছে যে, প্রতি মাসে যে কোনো ব্যাঙ্কের একাউন্ট থেকে ৫বার ফ্রিতে টাকা তোলা যায়। এতে কোনো চার্জ লাগবে না। আর তারপর থেকে প্রতিবার টাকা তুলতে ২১ টাকা চার্জ লাগবে। তাহলে জেনে গেলেন নিশ্চই এটিএম থেকে টাকা তুলতে কত কি টাকা লাগবে। এমন আরও ইনফরমেটিভ নিউজ পেতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।