Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Railway Ticket Checking Rules: দিনের কোন সময় TTE ট্রেনের টিকিট চেক করেন না? জেনে নিন

Advertisements
Advertisements

Railway Ticket Checking Rules: টিকিট না কেটেও কোনসময় TTE র হাতে ধরা পড়বেন না জানেন? মানুষের জীবনে যানবাহনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি তা নিশ্চই বলে দেওয়ার নয়। গরিব হোক বা মধ্যবিত্ত অথবা ধনী আম্বানি সকলের কাছেই চলাচলের জন্য যানবাহন রয়েছেই। কেউ সাইকেলে, কেউবা মোটর সাইকেলে আবার কেউ ফোর হুইলার করে যাতায়াত করেন। আর কারোর কারোর নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হল ট্রেন।

Advertisements

বলা যায় যে, ভারতীয় রেল হল দেশের অন্যতম সড়ক পরিবহনের মাধ্যম। যেখানে প্রতিদিন এ কসঙ্গে লাখ লাখ মানুষ যাতায়াত করে। ভারতে সারাদিনে ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। আর তাতে যাত্রীসংখ্যা থাকে ২.৫ কোটি। আপনি শুনলে অবাক হবেন যে, এই যাত্রী সংখ্যার পরিমান অস্ট্রেলিয়ার মতো দেশের জনসংখ্যার প্রায় সমান। তবে, রেলের অনেক নিয়মের ব্যাপারে মানুষ আজও জানেন না।

আরও পড়ুন: গাড়িতে এই লাইট লাগালেই ধরছে পুলিশ, করছে জরিমানা

অনেকেই জানেন না যে, টিকিট না কেটেও ট্রেনে চড়া যায়। সেক্ষেত্রে কোনো প্লার্টফর্ম টিকিট কিনে যেতে পারেন। এরপর টিটির থেকে বোডিং স্টেশন থেকে গন্তব্য স্টেশন অনুযায়ী টিকিট কিনে নিতে পারেন। এছাড়াও যাত্রীবাহী ট্রেনে যাত্রীরা একবারে ৪০ থেকে ৭০ কেজি পর্যন্ত মাল নিয়ে যাতায়াত করতে পারেন। কেউ যদি তার বেশি মাল নিয়ে ভ্রমণ করতে চান তাহলে তাকে টিটির কাছ থেকে টাকা দিয়ে রশিদ সংগ্রহ করে নিতে হবে।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন বাড়াচ্ছে মৃত্যুর আশঙ্কা! ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে!

তবে, এগুলি ছাড়াও অনেকের মনে যে প্রশ্নটি সবার আগে আসে টিটি কোন সময় টিকিট চেক করেনা। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই সময়ের মধ্যে টিটি কোনো যাত্রীর টিকিট চেক করেন না। কেননা, এই সময়টি প্রত্যেকের ঘুমের সময়। আর তাই এই সময়ে টিটি কাউকে জাগাতে পারেন না। তবে, যেসব যাত্রীদের যাত্রা রাত ১০টা থেকে শুরু হয় তাদের ক্ষেত্রে এমন কোন নিয়ম নেই। সেক্ষেত্রে TTE টিকিট চেক করতে পারবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।