Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Ration Card Separation Online: রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার আলাদা করুন বাড়ি বসে, ফ্রি-তে মোবাইল দিয়ে

Advertisements
Advertisements

Ration Card Separation Online: এবার থেকে রেশন কার্ড থেকে খুব সহজেই ফ্যামিলি মেম্বারকে আলাদা করা যাবে! কিন্তু কিভাবে জানেন কি? রেশন কার্ডের গুরুত্ব নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষজন যেসকল গুরুত্বপূর্ণ নথি ব্যবহার করেন রেশন কার্ড তার মধ্যে একটি। এককথায় বলা যায় যে, রেশন কার্ড হল জনগণের পরিচয় পত্রের প্রমান হিসেবে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। আর এই রেশন কার্ডের মধ্যে প্রত্যেক পরিবারের সদস্যরা একসঙ্গে যুক্ত থাকেন।

Advertisements

তবে, এরমধ্যে অনেকেই চায় যে, এই পারিবারিক রেশন কার্ডের মধ্যে থেকে কোন কার্ডকে আলাদা করতে। আগে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে অনেক ঝামেলা পোহাতে হত। কিন্তু বর্তমানে সেই ব্যাপারটি একেবারেই নেই। এখন খুবই সহজ উপায়ে এই কাজটি Ration Card Separation Online করা যায়। কিন্তু কিভাবে করবেন জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে গোটা বিষয়টি সবিস্তারে জেনে নেওয়া যাক।

কিভাবে রেশন কার্ড থেকে ফ্যামিলি মেম্বার আলাদা করবেন?

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর সেই ওয়েবসাইটের লিঙ্ক হল food.wb.gov.in
  2. এরপর হোম পেজের বাঁদিকে রেশন কার্ড নামে একটি অপশন পাবেন। তারপর সেই অপশনে ক্লিক করলে একটি নতুন ওয়েবসাইট দেখতে পাবেন।
  3. তারপর আপনি সেখানে রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরণের অপশন দেখতে পাবেন।
  4. এরপর নিজের রেশন কার্ডকে আলাদা করতে চাইলে আপনাকে Apply for Change Ration shop /kerosene shop of part family option এ ক্লিক করতে হবে।
  5. তারপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনাকে নিজের মোবাইল নম্বর দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মোবাইল নম্বরটি যেন আপনার আধার ও রেশন কার্ডের সাথে লিঙ্ক করা থাকে।

আরও পড়ুন: ভোটের কালিতে কি থাকে? আঙুলে দিলে ওঠে না কেন? ৯৯% মানুষই জানেন না

  1. এরপর Get OTP অপশনে ক্লিক করতে হবে। তারপর এই OTP বসিয়ে লগইন করলে একটি নতুন পেজ খুলবে। যেখানে আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম দেখতে পাবেন এবং পেজ টিকে স্ক্রল করতে হবে।
  2. তারপর আপনি ১৩ নং ফর্মটি দেখতে পাবেন। আর সেই ফর্মটিকে সঠিক ভাবে apply now করলে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নামের পাশে একটি box আসবে। এরপর আপনি যাদের নাম আলাদা করতে চাইছেন তাদের নামের পাশের বক্সটিতে ক্লিক করতে হবে।
  3. এরপর পেজটিতে যেসব ব্যাক্তিদের আলাদা করা হয়েছে তাদের নাম দেখা যাবে। পাশাপাশি তারপাশে আধার কার্ড নম্বর ও নাম ও জন্ম তারিখ লিখতে হবে এবং আধার কার্ড এর স্ক্যান কপি আপলোড করতে হবে।
  4. তারপর তাদের মধ্যে পরিবারের প্রধান কে হবে তার নাম সিলেক্ট করতে হবে।
    এরপর আপনাকে সঠিক ভাবে জেলা, ব্লক, ঠিকানা, পিন নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।
  5. এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আর সেই ওটিপি সঠিকভাবে বসিয়ে সাবমিট করলেই আপনার সব কাজ হয়ে যাবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।