Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ATM Money Withdrawal Tips: ATM থেকে টাকা উঠলো না, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল? এবার করণীয় কি?

Advertisements
Advertisements

ATM Money Withdrawal Tips: অ্যাকাউন্ট থেকে কেটে গেল টাকা! কিন্তু ATM থেকে বেরলো না টাকা। এমন অবস্থায় পড়লে কি করবেন জানেন কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে এটিএম কার্ডের প্রয়োজনীয়তার কথা আশাকরি নতুন করে বলার কিছু নেই। যখন তখন দরকারে এটিএম কার্ড থেকে নিমেষেই টাকা তুলে নেওয়া যায়। তবে, একদিকে এটিএম কার্ড ব্যবহারে যেমন অনেক সুবিধা রয়েছে তেমনই আবার এটিএম কার্ড ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে।

Advertisements

আর সেই অসুবিধা গুলির মধ্যে প্রধান একটি সমস্যা হল এটিএম থেকে টাকা না বেরিয়েও একাউন্ট থেকে টাকা কেটে নেয়। এছাড়াও কখনও কখনও এটিএম কার্ড জালিয়াতির খবর শোনা যায়। এমনকি জাল নোট থেকে শুরু করে ছেঁড়া ফাটা নোট সবকিছু নিয়েই সমস্যায় পড়তে হয়। তবে, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি যে, টাকা হাতে না পেয়েও একাউন্ট থেকে কেটে নেওয়া টাকার সুরাহা কিভাবে হবে।

আরও পড়ুন: বিড়ি প্রেমীদের জন্য খারাপ খবর! পশ্চিমবঙ্গে আর নাও মিলতে বিড়ি

প্রথমেই বলে রাখি প্রায়শই এদিক ওদিক থেকে এমন টাকা আটকে থাকার ঘটনা শোনা যায়। যারফলে মানুষজন এমন একটি পরিস্থিতিতে পড়ে ভীষণভাবে ঘাবড়ে যান। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কেননা, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহকের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে ওই ব্যক্তি ৭ দিনের মধ্যে সেই টাকা ফেরত পাবেন। আর যদি ৭দিনের মধ্যে টাকা ব্যাঙ্কে ফেরত না আসে তাহলে ব্যাঙ্ককে ক্ষতিপূরণ দিতে হবে।

তবে, যদি টাকা ফেরত না আসে তাহলে গ্রাহকরা ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। কেননা, গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য এটি ২৪ ঘন্টা খোলা থাকে। কাস্টমার কেয়ার থেকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় একটি ট্র্যাকিং নম্বর। আর সেই ট্যাকিং নম্বরের ভিত্তিতে গ্রাহক জানতে পারবেন যে, তার এই সমস্যার কারণে ব্যাঙ্ক কি পদক্ষেপ নিচ্ছে। এরপর ধাপে ধাপে প্রসেস সম্পূর্ণ হওয়ার পর ওই ব্যক্তি তার টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন: অযোগ্য ও যোগ্য প্রার্থী কারা? CBI-এর হাতে চলে এল SSC-এর লিস্ট!

তাহলে আর চিন্তা কিসের? এই ধরণের সমস্যায় পড়লে এভাবেই নিজের টাকা ফিরিয়ে আনুন। এমন আরও দরকারি প্রতিবেদন পেতে হলে চোখ রাখুন আমাদের পোর্টালে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।