Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

RPF Constable Recruitment 2024: ভারতীয় রেল পুলিশে কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisements
Advertisements

RPF Constable Recruitment 2024: বেকারদের জন্য মিললো বড়সড় সুখবর! একটি নয় বরং দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিটি মানুষের জীবনেই বড় চাকরি করার স্বপ্ন থাকে। এমনকি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে চাকরির প্রয়োজন ঠিক কতখানি তা আশাকরি কাউকে বলে বোঝাতে হয় না। সম্প্রতি তেমনই দুটি চাকরির কথা ঘোষণা করা হয়েছে।

Advertisements

কিন্তু সেই চাকরি দুটি কি? কিভাবে আবেদন করবেন। আর আবেদন করতেই বা কি কি লাগবে জানেন কি? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

RPF Constable Recruitment 2024

পদের নাম: কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর

শুন্যপদের সংখ্যা: মোট শুন্যপদের সংখ্যা ৪৬৬০টি। যার মধ্যে সাব-ইন্সপেক্টর পদের সংখ্যা ৪৫২টি। আর কনস্টেবল পদের সংখ্যা ৪২০৮টি

শিক্ষাগত যোগ্যতা: কনস্টেবল পদের জন্য আবেদনকারীকে যে কোনও বোর্ড থেকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতে হবে। আর তাহলেই আবেদন করা যাবে। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে বিএ ডিগ্রি থাকতে হবে। তাহলেই প্রাথীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: কনস্টেবল পদের জন্য প্রাথীর বয়স নুন্যতম ১৮ বছর থেকে ২৫ বছর বয়স পর্যন্ত ধার্য্য করা হয়েছে। আর সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রাথীর বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: মহিলাদের জন্য চালু নতুন যোজনা, আবেদন করলেই মিলবে ফ্রিতে ওভেন!

আবেদন করতে কত টাকা লাগবে? (How much will it cost to apply?)

আবেদনকারীর যারা জেনারেল ও ওবিসি তাদের ৫০০ টাকা লাগবে। এছাড়া SC, ST, EX Servicemen অথবা মেয়েদের ক্ষেত্রে ২৫০ টাকা লাগবে।

কিভাবে আবেদন করবেন? (How To Apply For RPF Constable Recruitment 2024?)

  1. এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এ যেতে হবে।
  2. এরপরে, আপনাকে আপনার প্রাথমিক তথ্য যেমন নাম, যোগাযোগের বিশদ বিবরণ, ইমেল আইডি, ইত্যাদি লিখতে হবে। তারপর আপনি একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
  3. তারপর আপনাকে আপনার লগইন তথ্য ব্যবহার করতে হবে এবং ওয়েবসাইটে লগ ইন করতে হবে
  4. এরপর অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্সেস করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  5. তারপর আবেদনপত্রে, আপনার ব্যক্তিগত তথ্য যেমন বয়সের বিবরণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর ইত্যাদি লিখতে হবে।
  6. এরপরে, আপনাকে আবেদনপত্র ব্যবহার করে আপনার নথি আপলোড করতে হবে।
  7. তারপর অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপর আপনার আবেদনপত্রে তথ্য আরও একবার চেক করে নিন। তারপর আপনার আবেদন পত্র জমা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে।

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! রাজ্যে চালু সরস্বতী ভান্ডার, কি কি সুবিধা পাবেন?

কিভাবে নিয়োগ হবে? (How will recruitment be done?)

এই নিয়োগের জন্য বেশ কিছু ধাপ রয়েছে। প্রথমটি হল সিবিটি, অনলাইন কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে প্রার্থীদের। সেটি হবে ক্যাটেগোরি নির্ভর। যাঁদের নাম চূড়ান্ত হবে তাঁদের শারীরিক পরীক্ষা হবে। এগুলিতে থাকবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট। এই পদ্ধতি ধরে এভাবেই নিয়োগ হবে।

 

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।