Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Bekar Vata: মহিলারা পাবেন ১ হাজার আর যুবকরা পাবেন ১৫০০, আবেদন করুন এই প্রকল্পে

Advertisements
Advertisements

WB Bekar Vata: ফের বড়সড় সুখবর! বিনামূল্যে মহিলারা পাবেন ১ হাজার টাকা। এমনকি যুবকরাও পাবেন ১৫০০ টাকা। কিন্তু কিভাবে পাবেন জানেন কি? আর কেনই বা এই টাকা পাবেন জানেন? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের সুবিধার্থে নানান রকমের প্রকল্প এনে হাজির করেছে। আর তেমনই বেকার যুবক-যুবতীদের জন্যও মাসে মাসে সরকার টাকা দেয়। আর যা বেকার ভাতা নামে পরিচিত।

Advertisements

WB Bekar Vata

মূলত যেসব যুবকরা বেকার তারাই এই প্রকল্পের সুবিধা পান। এমনকি সামাজিক ভাবে অনগ্রসর পরিবারের ক্ষেত্রেও যুবক-যুবতীরা এই সুবিধা পাবেন। চলুন আজকে এই প্রকল্পের বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

বেকার ভাতা প্রকল্পের জন্য কারা যোগ্য?

  1. আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  2. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  3. আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে।
  4. আবেদনকারীকে বেকার হতে হবে। এমনকি চাকরিপ্রাথী হিসেবে তালিকায় নাম থাকতে হবে।

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! রাজ্যে চালু সরস্বতী ভান্ডার, কি কি সুবিধা পাবেন?

আবেদন করতে কি কি নথি প্রয়োজন?

আবাসিক প্রমাণ, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, সমস্ত পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, কর্মসংস্থান ব্যাঙ্কের রেজিস্ট্রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, শারীরিক প্রতিবন্ধকতা শংসাপত্র (যদি প্রয়োজন হয়), কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), আয়ের শংসাপত্র, স্ব-ঘোষণা সার্টিফিকেট, বেকারত্ব শংসাপত্র।

কিভাবে আবেদন করবেন?

  1. যুবশ্রী স্কিমে আবেদন করার একমাত্র উপায় হল পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের (www.employmentbankwb.gov.in) মাধ্যমে।
  2. এরপর হোমপেজে গিয়ে জব সিকার অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর নতুন এনরোলমেন্টে জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করুন।
  4. তারপর প্রয়োজনীয় তথ্য লিখুন। এই যেমন ধরুন ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি।
  5. তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।

আরও পড়ুন: মহিলাদের জন্য চালু নতুন যোজনা, আবেদন করলেই মিলবে ফ্রিতে ওভেন!

প্রয়োজন পড়লে কোথায় যোগাযোগ করবেন?

  1. পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকার ভাতা প্রকল্প হেল্পলাইন নম্বর: 033 22376300
  2. এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ হেল্পলাইন নম্বর: 033 22376300।
  3. এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ হেল্পলাইন ইমেল আইডি: employment_bank_wb@wb.gov.in/ feedbackempbank@wb.gov.in
  4. শ্রম দফতরের হেল্পলাইন নম্বর: 18001030009।

প্রসঙ্গত, একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি মতন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর সেটা দিয়েছেন লক্ষীর ভান্ডারের মাধ্যমে। যারফলে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা করে আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের১০০০ টাকা করে ভাতা দেন। কিন্তু চলতি মাস থেকে সেই টাকা বেড়েছে। যারফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।