Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Dearness allowance: এইসব কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা? মাসের শেষে ঢুকবে হাজারেরও বেশি টাকা!

Advertisements
Advertisements

Dearness allowance: সরকারি কর্মীদের জন্য এল আরও বড়সড় সুখবর! মাসের শেষে ঢুকবে হাজার হাজার টাকা। কিন্তু কেন জানেন কি? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও এর আগে এই ভাতাই দেওয়া হত ৪৬ শতাংশ হারে। কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকেই আরও ৪ শতাংশ বৃদ্ধি করে বর্তমানে কর্মীদের ৫০ শতাংশ হারেই ডিএ দেওয়া হচ্ছে। আর তাতে বেশ খুশি কর্মীরাও।

Advertisements

Dearness allowance 2024

কিন্তু তার মাঝেই আবার হঠাৎ করে কর্মীদের টাকা পাওয়ার কথা এল প্রকাশ্যে। কিন্তু কিসের টাকা? কেনই বা এই টাকা দেওয়া হবে জানেন কি? আসলে নিয়ম অনুযায়ী মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ ৫০ শতাংশ হলেই এইচআরএ (HRA) বা হাউজ রেন্ট এলাউন্স বদল হয়ে যায়। আর তাইতো বর্তমানে এখন সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির পর এই HRA ভাতা বৃদ্ধির অপেক্ষায় প্রহর গুনছেন।

আরও পড়ুন: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

আগে থেকেই ডিওপিটির পক্ষ থেকে ভাতার তালিকা বৃদ্ধি, ডিএ বৃদ্ধির প্রসঙ্গে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে HRA বৃদ্ধির ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো নির্দেশ পাওয়া যায়নি। বর্তমানে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এরপর এইচআর ঠিক কতখানি বাড়বে সেই নিয়েই চলছে জল্পনা-কল্পনা। আপনাদের জানিয়ে রাখি যে, ১ জুলাই ২০১৭ থেকে এইচআরএ ক্যাটাগরিতে X, Y ও Z শহরের মানুষদের ক্ষেত্রে হাউজ রেন্ট অ্যালাউন্স ২৪, ১৬ ও ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে।

কোনো ব্যক্তির ডিএ ২৫ শতাংশে পৌঁছলে X, Y ও Z ক্যাটাগরির শহরে মূল বেতনের হিসাবে ক্রমশ ২৭, ১৮ ও ৯ শতাংশ পর্যন্ত বদলাতে থাকে। সেক্ষেত্রে যদি কোনও y কর্মচারীর মূল বেতন ৩৫,০০০ টাকা হয় সেক্ষেত্রে তিনি এইচআরএ ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা করে পাবেন৷ আর Z ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তাঁরা ৯% অর্থাৎ ৩,১৫০ টাকা তারা এইচআরএ এত টাকা করে পাবেন। এমনকি যাদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তারা ১৮ শতাংশ হিসেবে ৬,৩০০ টাকা করে এইচআরএ পেতেন।

আরও পড়ুন: গরমে ইলেকট্রিক বিল নিয়ে স্বস্তি! সরকার এতটা ফ্রি দেবে

ওদিকে X ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি ৫০,০০০ টাকা তারা ৩০ শতাংশ হারে অর্থাৎ ১০,৫০০ টাকা করে পেতে পারেন। এছাড়া ওদিকে Y ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তারা ২০ শতাংশ হারে অর্থাৎ ৭,০০০ টাকা করে পেতে পারেন। আর Y ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তারা ৩,৫০০ টাকা করে বেশি পেতে পারেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।