Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Madhyamik Result 2024: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, বড়সড় সিদ্ধান্ত নিল পর্ষদ!

Advertisements
Advertisements

Madhyamik Result 2024: চলতি মাসেই বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট! নম্বর দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল পর্ষদ। মাস দুয়েক হল শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর এখন রেজাল্ট বেরোনোর দিনক্ষণ নিয়ে সকলের মধ্যেই একটি চাপানোতর কাজ করছে। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল এই মাধ্যমিক পরীক্ষা। সকলেই চায় এই পরীক্ষায় ভালো নম্বর পেতে। আর সেইজন্য সারাবছর জোর কদমে চলে প্রস্তুতি। বিভিন্ন সাজেশন বই থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকার দেওয়া টিপস সবকিছুই যেন এইসময় বেদবাক্য।

Advertisements

Madhyamik Result 2024

চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ১০ দিন পর্যন্ত চলেছিল। আর এই পরীক্ষা শেষ হয়েছিল ১২ জানুয়ারি। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে গিয়েছিল ২ ঘন্টা। প্রতিবছর সকাল ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সেটা শুরু হয়েছিল ৯.৪৫ থেকে। তবে বর্তমানে পরিক্ষার্থীরা সকলেই অপেক্ষা করে আছেন কবে রেজাল্ট প্রকাশিত হবে।

আরও পড়ুন: মহিলারা পাবেন ১ হাজার আর যুবকরা পাবেন ১৫০০, আবেদন করুন এই প্রকল্পে

বলা যায় যে, চলতি মাসেই বের হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ভোট চলাকালীন এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পাশাপাশি গতকাল পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনেরও শেষদিন পর্ষদ ধার্য্য করে দিয়েছে। একাধিক ছাত্র-ছাত্রীরা নম্বরে গরমিল রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়েছে। আর সেই কারণেই পর্ষদের তরফে নির্দেশ এসেছে নম্বর মূল্যায়নের।

এই মূল্যায়নের কারণ হল যাতে ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ সঠিক নম্বর পায়। আগামী ১৬ এপ্রিল সকাল ৬টা থেকে ১৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত এই সুবিধা মিলবে বলে জানা যাচ্ছে। আর এই পুনমূল্যায়নের সময় যদি দেখা যায় যে, ছাত্র-ছাত্রীদের তাদের যথাযথ নম্বর থেকে বঞ্চিত করা হয়েছে তাহলে সেই মুহূর্তেই পরীক্ষককে পরিক্ষার্থীর খাতায় যথাযথ নম্বর দিতে হবে। আর তারজন্য পর্ষদ পাঁচদফা নির্দেশও দিয়েছে।

আরও পড়ুন: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

এবার শুধু দেখার পালা আগামীদিনে কি হয়। ছাত্রছাত্রীদের খাতার নম্বর ভুলমুক্ত হয় নাকি। নাকি এতকিছুর পরেও পরিক্ষার্থীদের নম্বরে মিলবে ভুল। যদিও সেকথা বলবে সময়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।