Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

10th Pass India Post Job: পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisements
Advertisements

10th Pass India Post Job: ফের সরকারি চাকরির বিজ্ঞপ্তি! জলদি আবেদন করুন। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর।

Advertisements

কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

পদের নাম: স্টাফ কার ড্রাইভার (Staff Car driver)।

শুন্যপদের সংখ্যা: ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। কেবলমাত্র স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই চলবে। তবে, হ্যাঁ আবেদন করার আগে আপনারা অবশ্যই ভালো করে শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিবেন।

বয়সসীমা: প্রাথীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। আর SC/ST দের ক্ষেত্রে বয়সের সময়সীমা ২ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: গরমে ইলেকট্রিক বিল নিয়ে স্বস্তি! সরকার এতটা ফ্রি দেবে

কিভাবে আবেদন করবেন? (How To Apply For 10th Pass India Post Job)

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অফলাইন বা অনলাইনে (www.indiapost.gov.in) মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য একটি ফরম্যাট বানাতে হবে এবং এরপর সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত নথি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, তা দিতে হবে ৪৫ দিনের মধ্যে।

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

কোন ঠিকানায় পাঠাতে হবে? (What address should I send to?)

Chief Postmaster General, Bihar Circle, Patna-800001

আরও পড়ুন: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।