Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB NRC Attendant Job 2024: রাজ্যে NRC Attendance পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisements
Advertisements

WB NRC Attendant Job 2024: রাজ্যে NRC Attendance পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সহজেই। প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, একটি চাকরির খোঁজ মিলেছে। কিন্তু সেটা কি জানেন কি?

Advertisements

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি কোচবিহারের জন্য NHM এবং WBSAP এবং CS-এর অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদের জন্য প্রার্থী নেওয়া হবে। কিন্তু কিভাবে কি আবেদন করবেন? কত টাকা বেতন পাবেন চলুন সবটাই জেনে নেওয়া যাক।

পদের নাম কি: NRC Attendance

শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা  (Educational qualification and age)

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। এছাড়া দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এমনকি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: প্রাথীদের বয়স 01-01-2024 তারিখে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

কোথায় চাকরিটি হবে? (Where will the job be?)

প্রাথীরা পাশ করলে জেডি হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ক্যান্সার (NRC) সেন্টারে চাকরি করতে পারবেন।

বেতন: এক্ষেত্রে প্রাথীদের প্রতিমাসে ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে NRC Attendance পদে নিয়োগ করা হবে? (How to appoint NRC Attendance posts?)

প্রাথীরা অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদনের ক্ষেত্রে পোস্ট অফিস মারফত ড্রাফটের মাধ্যমে সেটি পাঠাতে হবে। শুধুমাত্র অনলাইন আবেদনগুলি ই-গভর্ন্যান্সের অধীনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে গৃহীত হবে।

আরও পড়ুন: স্কুলে বসে আর এই কাজ করতে পারবেন না শিক্ষকরা! কড়া নিয়ম চালু রাজ্যের

কি কি নথি প্রয়োজন? (What documents are required?)

  1. স্ব-আর্টেস্টেশন সহ অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন।
  2. ফটোকপি, মাধ্যমিক সহ সমস্ত পরীক্ষার মার্কশিট।
  3. ভোটার কার্ডের ফটোকপি আধার কার্ড।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।