Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WBPSC Food SI Result 2024: ফুড SI রেজাল্ট কবে? কাট অফ মার্কস কত? কিভাবে রেজাল্ট দেখবেন?

Advertisements
Advertisements

WBPSC Food SI Result 2024: প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, সম্প্রতি হয়ে গেল WBPSC Food SI পরীক্ষা। লক্ষ লক্ষ পরিক্ষার্থী চাকরি পাওয়ার আশায় এই পরীক্ষা দিয়েছেন।

Advertisements

WBPSC Food SI Result 2024

তবে, অবশেষ কার ভাগ্যের সিকে ছিড়বে সেকথা বলবে সময়ই। কিন্তু এই পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা জানেন কি? আর কত নাম্বার পেলে ইন্টারভিউতে ডাকা হবে জানেন? এবছর এই পরীক্ষার কাট অফ কত হবে চলুন সবনিয়েই আজ সবিস্তারে আলোচনা করবো। কিন্তু তার আগে বলে রাখি যে, গত ১৬ মার্চ এবং ১৭ মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা আয়োজিত হয়েছিল।

মূলত তিনটি শিফটে পরীক্ষার সময় ধার্য্য করে PSC। আর সেই মতো শনিবার থেকেই শুরু হয়ে যায় খাদ্য দফতরের ফুড SI এর পরীক্ষা। প্রথম শিফটি ছিল সকাল সাড়ে নটা থেকে এগারোটা। দ্বিতীয়টি ছিল দুপুর সাড়ে বারোটা থেকে দুটো। আর তৃতীয়টি ছিল বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা। এই পরীক্ষার মধ্যে দিয়ে খাদ্য ও সরবরাহ পরিষেবাতে সাব ইন্সপেক্টর পদের জন্য ৪৮০টি শূন্যপদ পূরণ করা।

যেহেতু পরীক্ষা দুটি বিভাগে বিভক্ত ছিল। একটি হল সাধারণ জ্ঞান আর অন্যটি হল পাটিগণিত। মূলত (MCQ) এর মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন করা হয়েছিল। যার প্রতিটি প্রশ্নের মূল্য ছিল ১ নম্বর, যার ফলে পুরো পরীক্ষার জন্য মোট ১০০ নম্বর বরাদ্দ ছিল। পরীক্ষা শেষ করার জন্য প্রার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হয়েছিল। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কেটে নেওয়া হয়েছিল।

WBPSC Food SI পরীক্ষার কাট অফ কত হবে? (What will be the cut off of WBPSC Food SI Exam?)

CategoryCut Off
General90-95
OBC80-90
SC70-80
ST50-60

WBPSC Food SI পরীক্ষার কবে রেজাল্ট প্রকাশিত হবে? (WBPSC Food SI exam result when will be published?)

WBPSC Food SI পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ: এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের সঠিক তারিখ ঘোষণা হয়নি। তবে, এপ্রিল মাসেই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে জেলা হাসপাতালে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

WBPSC Food SI পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন? (How to Check WBPSC Food SI Exam Result?)

  1. প্রথমেই আপনাকে WBPSC Food SI এর অফিসিয়াল ওয়েবসাইটে (psc.wb.gov.in) যেতে হবে।
  2. এরপর যোগ্য প্রার্থীদের রোল নম্বর সহ একটি পিডিএফ-এ ফলাফল প্রদর্শিত হবে।
  3. তারপর আপনার রোল নম্বর অনুসন্ধান করতে ও আপনার শর্টলিস্টিং স্ট্যাটাস যাচাই করতে CTRL+F ব্যবহার করুন।
    এরপর যদি আপনার রোল নম্বরটি পিডিএফ-এ তালিকাভুক্ত হয় তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।