Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Summer Vacation: ৩রা জুন খুলবে না স্কুল! আরও বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? জেনে নিন

Advertisements
Advertisements

WB Summer Vacation: গরমের দাপট এখন আর প্রায় নেই বললেই চলে। রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় জেলায় বৃষ্টি হয়েছে ফলে আপাতত তাপমাত্রার পারদ নিচের দিকেই। অপরদিকে গরমের ছুটি ও শেষের দিকে এবার ফের গরমের ছুটি শেষে স্কুলে পা রাখার পালা। কিন্তু তার আগেই শিক্ষা দপ্তর থেকে দেওয়া হলো ব্রেকিং নিউজ!

Advertisements

পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সহ-শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য শিক্ষা দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রীষ্মের ছুটির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্কুলের শিক্ষকদের স্কুল যেতে হবে আগে থেকেই। নির্দেশিকায় কি বলা হয়েছে! কতদিন পর্যন্ত সময় সীমা বাড়ানো হলো! পড়ে ফেলুন বিস্তারিত।

বাড়ানো হলো গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা! (WB Summer Vacation)

গরম বাড়তে দেখে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য। গরমের জেরে যাতে ছাত্র-ছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। পূর্ববর্তী নোটিশ অনুযায়ী আগামী ২ জুন পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন ছুটি। বলা হয়েছিল ৩ তারিখ থেকেই খুলে যাবে স্কুল।

তবে নতুন নির্দেশিকা অনুযায়ী ছাত্রছাত্রীরা ১০ ই জুন থেকে যাওয়া শুরু করবে স্কুল। অর্থাৎ গরমের ছুটির পর ৩ জুনই স্কুল খুলবে। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা এই দিন থেকেই স্কুলে আসবেন। তবে ছাত্রছাত্রীরা স্কুল করবেন ১০ জুন থেকে।

কেন এই পদক্ষেপ?

৩ জুনের পর ৪ জুন প্রকাশিত হতে চলেছে লোকসভা ভোটের ফলাফল। ভোটের কাজে স্কুল গুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছিল। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কেমন অবস্থা তা জানতে চেয়ে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে চিঠি চেয়েছিল শিক্ষা দপ্তর।

এইসব দিক বিচার বিবেচনা করেই মনে করা হচ্ছে স্কুলে আধা সেনা থাকার কারণে ৯ জুনের আগে স্কুলগুলি ক্লাসের উপযোগী হবে না। তাই স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ জুন থেকে ছাত্রছাত্রীরা ক্লাস করবেন।

ছুটিতে পড়ার গাফিলতি!

ছুটির কারণে যাতে পড়াশোনার গাফিলতি না হয় এই কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে। ইতিমধ্যেই এ নিয়ে নির্দেশ দিয়েছে রাজ্য।

শিক্ষক মহলে প্রতিক্রিয়া?

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক এই বিষয়ে বলেন “আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পর দিন থেকেই পড়ুয়া সহ সকলের জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত ছিল। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে তার আগে।” এই বিষয়ে আপনার কি মত! জানান কমেন্ট বক্সে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।