Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Summer Vacation List 2024: রাজ্যে প্রায় ১ মাস গরমের ছুটির ঘোষণা! কবে থেকে স্কুল ছুটি?

Advertisements
Advertisements

WB Summer Vacation List 2024: ইতিমধ্যেই বেশ ভালো গরম পরে গিয়েছে। আর যারফলে রাস্তাঘাটে বেরোনো খুবই মুশকিল। তবে, এই গরম মানেই প্রতিটি স্কুলে পরে গরমের ছুটি। তবে এবার রাজ্যে কবে থেকে গরমের ছুটি পড়ছে তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

WB Summer Vacation List 2024:

কবে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ছে? (Since when is the summer vacation in the state?)

আগামী ৬ মে থেকে গরমের ছুটি শুরু হবে যা চলবে ২ জুন পর্যন্ত। ছুটির তালিকা দেখতে নিচে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেখুন।

রাজ্যে প্রতিবার কবে থেকে গরমের ছুটি পড়ে? (When is the summer vacation in the state every time?)

প্রতিবার ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি থাকে। এবার ভোটের কারণে সেই ছুটি মিলবে ৬ মে থেকেই। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি পড়বে।

আরও পড়ুন: রাজ্যে ভোটের দিনগুলি ছুটি ঘোষণা নবান্নের, বেসরকারি কর্মীরা কি ছুটি পাবেন?

কবে থেকে স্কুল খুলবে? (When will the school open?)

২ জুন দীর্ঘ ছুটির পর স্কুল খুলবে। এরপর ৩ জুন সোমবার থেকেই শুরু হলে ক্লাস। কিন্তু ওদিকে আবার স্কুল খোলার একদিন ওর অর্থাৎ ৪ জুন ভোটের রেজাল্ট। সেদিন স্কুল বন্ধ থাকবে নাকি তা যদিও জানা যায়নি।

কোনদিন কোথায় কোথায় ভোট হবে চলুন দেখে নেওয়া যাক? (Let’s take a look at where the vote will be.)

২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন সাত দফায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে নির্বাচন হবে। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রথম পর্যায়ের নির্বাচন। ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় দফার নির্বাচন। ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ তৃতীয় দফার নির্বাচন। ১৩ মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। ২০ মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগে পঞ্চম দফার নির্বাচন।

আরও পড়ুন: রাজ্যের সমস্ত বিদ্যালয়ে মর্নিং ক্লাস চালু হচ্ছে, কবে থেকে? ও কি কি নিয়ম মানতে হবে?

এছাড়াও ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে। ১ জুন সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে ভোট হবে।

Notice: Download

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।