Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ICAR-NBSS And LUP Recruitment 2024: কলকাতা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি

Advertisements
Advertisements

ICAR-NBSS And LUP Recruitment 2024: কলকাতা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি। এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না।আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (ICAR) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisements

ICAR-NBSS And LUP Recruitment 2024

মূলত সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং-এর একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। আর তারজন্যই এই আবেদন। কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগ প্রক্রিয়ায় যেসব প্রাথীরা আবেদন করতে চাইছেন তাদের ভূগোল, এগ্রিকালচারাল সায়েন্স, জিও ইনফরমেটিক্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমনকি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয় কিংবা রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এমনকি সংস্থার তরফে এও বলা হয়েছে যে, আবেদনকারীর রিমোট সেন্সিং নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ ও সাবলীল হতে হবে।

বয়স সীমা: যে সকল প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: প্রাথীদের প্রতিমাসে ২১ থেকে ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যের সমস্ত বিদ্যালয়ে মর্নিং ক্লাস চালু হচ্ছে, কবে থেকে? ও কি কি নিয়ম মানতে হবে?

কিভাবে আবেদন জানাবেন? (How to apply ICAR-NBSS And LUP Recruitment 2024?)

আবেদন জানাতে হলে প্রাথীকে আবেদন ফর্মটি পূরণ করে নিজের কালার ছবি সহ জন্ম সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ application.nbsslupkolkata@gmail.com এ পাঠিয়ে দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট (icar.org.in)

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আরও পড়ুন: বর্তমানে যে ৭টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আজই আবেদন করুন

নিয়োগ প্রক্রিয়া (Recruitment process Of ICAR-NBSS And LUP Recruitment 2024)

এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। তাই কোন লিখিত পরীক্ষা দিতে হবে না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।