Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Summer Vacation Teachers Rules: চড়া রোদে কড়া নির্দেশ! গরমে শিক্ষকদের রেহাই দিল না পর্ষদ

Advertisements
Advertisements

WB Summer Vacation Teachers Rules: গরমের ছুটিতে নেই কোনো ঘোরাঘুরি। কেননা কাজ করতে হবে শিক্ষকদের। ইতিমধ্যেই গ্রীষ্মের দাবদাহে রীতিমতো নাকানিচোবানি খাচ্ছে মানুষজন। আর সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল গুলিতে গরমের ছুটির পড়বে বলেই জানিয়েছেন নির্বাচন কমিশন। জানা যাচ্ছে যে, আগামী ২২ এপ্রিল থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পরতে পারে। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে বেসরকারি স্কুল গুলিতেও ছুটি এগোনোর অনুরোধ করা হয়েছে।

Advertisements

WB Summer Vacation Teachers Rules

সাধরনত প্রতিবছরই ছাত্র-ছাত্রীরা ১০ দিন গরমের ছুটি পায়। তবে, এবার সেটাই বাড়িয়ে ২২ দিন করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে যে, ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা হয়ে গেলে সেই সংখ্যা নাকি আরও বাড়বে। তবে, শিক্ষার্থীদের ছুটি মিললেও শিক্ষক-শিক্ষিকাদের কিন্তু কোনো ছুটি নেই। যেহেতু গরমের ছুটিটা অনেকদিনের তাই শিক্ষিক-শিক্ষিকার প্রত্যেকেই চেষ্টা করেন এই ছুটিতে নিজের পরিবার নিয়ে বেড়াতে যেতে। কিন্তু এবার আর তা হচ্ছে না।

আরও পড়ুন: এইট পাশে ব্যাংকে পাকা চাকরি, মাইনে ১৬,৫০০/-

তবে, না এই নিয়ম শুধুমাত্র বিহার স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য। বিহারে ১৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটি চলছে। শিশুদের জন্য ১ মাস ছুটি দেওয়া হয়েছে। তবে, স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি থাকলেও শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পাঠকের দফতর থেকে শিক্ষকদের গ্রীষ্মের ছুটিতে নিয়মিত স্কুলে আসার নির্দেশনা জারি করেছে। কেননা, এই সময়ে পড়াশোনায় দুর্বল পড়ুয়াদের বিশেষ ক্লাস নিতে হবে বলে জানা যাচ্ছে।

এবছর ১ মাস ছুটি থাকলেও এই প্রথমবার গ্রীষ্মের ছুটি পেয়েও খুশি নন বিহারের সরকারি স্কুলের শিক্ষকরা। তার কারণ গরমের ছুটিতেও স্কুলে বিশেষ ক্লাস নিতে হবে। আর তাইতো নিয়মিত স্কুল খোলা থাকবে। শিশুরাও স্কুলে আসবে। তাদের বিশেষ ক্লাস নিতে হবে পড়ুয়াদের। শনিবার এই সংক্রান্ত আদেশ জারি করেছেন জেলা শিক্ষা অফিসার কুন্দন কুমার।

আরও পড়ুন: এইসব ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বড় কথা নয়! তবে এত টাকা ATM চার্জ দিতে হবে

এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন যে, গ্রীষ্মকালীন ছুটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি স্কুল প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে। আর যেখানে সকল শিক্ষকেই উপস্থিত থাকতে হবে। এমনকি বিশেষ ক্লাসের শেষে শিশুদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।