Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WBCHSE Semester 2024: উচ্চ মাধ্যমিক সিমেস্টারে সব বিষয়ে এত শতাংশ নম্বর পেতে হবে, নইলে ফেল?

Advertisements
Advertisements

WBCHSE Semester 2024: সেমিস্টারে প্রতিটি বিষয়েই পেতে হবে ৩০ শতাংশ নম্বর। নাহলেই হয়ে যাবে ফেল। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতিটি বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। এমনকি একাদশ ও দ্বাদশে তৃতীয় সেমিস্টার না দিয়েও পাশ করার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। তেমনটাই জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। তবে, শুধু শুধুই কি আর এসব সুবিধা পাবে পড়ুয়ারা? না তেমনটা একেবারেই নয়।

Advertisements

WBCHSE Semester 2024

তাহলে কি করতে হবে ছাত্র-ছাত্রীদের তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, এক্ষেত্রে পড়ুয়াদের উপস্থাতির হার ৭৫ শতাংশ রাখতে হবে। আর শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে দেওয়া মার্কশিটে সাপ্লিমেন্টারি লেখা থাকবে। এবছর থেকে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আর যার রেজাল্টও বেড়াবে দুবার।

আরও পড়ুন: এগিয়ে এল গরমের ছুটি, বড় সিদ্ধান্ত নিল সরকার

তবে, প্রথম ও তৃতীয় সেমিস্টারের ফলাফল অনলাইনেই দেখা যাবে। এই গোটা বিষয়টি নিয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, উচ্চমাধ্যমিকে অতিরিক্ত বিষয় নিয়ে মোট ছ’টি বিষয় আছে। তার মধ্যে যদি কোনো পড়ুয়া পাঁচটি বিষয়ে ৩০ শতাংশ করে পায় তাহলে তাকে পাশ বলে গণ্য করা হবে (WBCHSE Semester 2024)। এমনকি উচ্চ মাধ্যমিকে স্পেশাল ও সি সি বলে যে বিষয় ছিল তা এ বছর থেকে বাদ দিয়ে ‛সাপ্লিমেন্টারি’ হিসাবে যুক্ত করা হল।

এমনকি একাদশের প্রথম এবং তৃতীয় সিমেস্টারে কোন বিষয়ে পাশ করতে না পারলে ‛সাপ্লিমেন্টারি’ দেওয়ার সুযোগ থাকছে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সিমেস্টারে। আর শেষ দু’টি সিমেস্টার একাদশ ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশ না করলে তার বছর নষ্ট হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ রেজিস্ট্রেশন থেকে সাত বছর পর্যন্ত ‛সাপ্লিমেন্টারি’ পরীক্ষা দিতে পারবে।

আরও পড়ুন: এইট পাশে ব্যাংকে পাকা চাকরি, মাইনে ১৬,৫০০/-

তবে, এখানেই বিষয়টি শেষ নয়। চিরঞ্জীব বাবু আরও বলেছেন যে, আমরা চাই প্রত্যেক পড়ুয়া দু’টি করে সিমেস্টারে (WBCHSE Semester 2024) অংশগ্রহণ করুক। তাতে নম্বর বৃদ্ধি করার সুযোগ-এর পাশাপাশি মেধাও বাড়বে। একসঙ্গে একই দিনে দু’টি পরীক্ষার চাপ গ্রহণ করতে হবে না। তবে, হ্যাঁ কোনো পরীক্ষার্থী যদি একটি বিষয় পাশ নম্বরের থেকে পাঁচ শতাংশের কম পায় তাহলে তার অন্য যে চারটি বিষয় রয়েছে সেখানে যে বিষয়টিতে ওই পরিক্ষার্থী সব থেকে বেশি নম্বর পেয়েছে সেই নম্বর থেকে পাঁচ নম্বর নিয়ে ওই নম্বর যোগ করে দেওয়া হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।