Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ফ্রি-তে সরকারি ঘর পেতে কি কি কাগজ লাগে? জেনে নিন

Advertisements
Advertisements

Sarkari Free Home: কেউ গৃহহীন থাকবে না! সবার মাথায় থাকবে ছাদ। এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতি রাখার পালা। সকলেই জানি যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গৃহহীন, ছাদহীন মানুষদের কেন্দ্রীয় আবাস যোজনায় সুবিধা দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর মানুষের সুবিধার্থে নানান ধরণের প্রকল্পই বাজারে এনেছে। আর তেমনই একটি প্রকল্প হল ‛বাংলা আবাস যোজনা’ (Bangla Awas Yojana)।

Advertisements

যেসব মানুষজন কেন্দ্রের তরফ থেকে বাড়ি পাননি তাদের মাথায় ছাদ করে দেওয়াই এই প্রকল্পের মূল উদেশ্য। কিন্তু কিভাবে এই টাকা পাবেন? আর কত কিস্তিতেই বা পাবেন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেসব বিষয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক।

কারা ‘বাংলা আবাস যোজনা’-তে আবেদন করতে পারবেন?

সকলেই রাজ্যের তরফ থেকে এই সুবিধা পাবেন না। এই সুবিধা পাওয়ার কিছু মাপকাঠি রয়েছে। আর তা হল-

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. যাদের পাকা বাড়ি নেই তারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  3. যে সমস্ত ব্যক্তির বার্ষিক আয় ১ লাখ টাকার কম তারই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  4. আবেদনকারীর বিপিএল তালিকায় রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
  5. কোনো সরকারি চাকুরিজীবি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: বাড়িতে বসে থাকলে রেশন কার্ড বাতিল! এমনই সিদ্ধান্ত নিল সরকার

‘বাংলা আবাস যোজনা’-র আওতায় প্রতিটি পরিবার কত টাকা করে পাবেন?

তাহলে জানিয়ে রাখি যে, এই যোজনার আওতায় আবেদনকারীরা ১ লাখ ২০ হাজার টাকা করে পাবেন। তবে, জানা গিয়েছে যে, আগামীদিনে এই টাকার পরিমাণ বাড়তে পারে।

কত কিস্তিতে এই টাকা মিলবে?

মূলত তিনটি কিস্তির মাধ্যমে আবেদনকারীরা এই টাকা পাবেন। প্রথম কিস্তিতে পাবেন ৫০ হাজার টাকা। দ্বিতীয় কিস্তিতে পাবেন ৪০ হাজার টাকা। এরপর বাড়ি সম্পূর্ণ হওয়ার পর তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ ৩০ হাজার টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন: ইউজিসি নেট পরীক্ষার তারিখ বদল! কবে পরীক্ষা হবে? জেনে নাও

‘বাংলা আবাস যোজনা’-র জন্য কিভাবে আবেদন করবেন?

আবেদনকারীরা চাইলে অনলাইনে অথবা এলাকার বিডিও বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে এই যোজনায় জন্য আবেদন করতে পারেন।

‘বাংলা আবাস যোজনা’-র জন্য কি কি নথি লাগবে?

এক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, পারিবারিক রেশন কার্ড, বার্ষিক আয়ের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।