Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Aadhaar Card Photo Change: মাত্র 2 মিনিটে বদলে ফেলুন আধারের ছবি, সুন্দর সরকারি উপায় দেখুন

Advertisements
Advertisements

Aadhaar Card Photo Change: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে একটি। বলা যায় যে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি এটি। কেননা, ব্যাঙ্ক একাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি থেকে শুরু করে যেকোনো ধরণের লেনদেন সবেতেই আধার কার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর তাইতো মোবাইল, পার্সের মতোই এই প্রয়োজনীয় ডকুমেন্টসটিকে মানুষজন এখন সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান।

Advertisements

তবে, কেউ যদি সেই আধার কার্ডের ছবি বদলাতে চান তাহলে কি উপায়ে সেটি করবেন জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক।

কিভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন? (How to change Aadhaar Photo?)

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার নিকট কোন আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।
  2. এরপর আধার তালিকাভুক্তি ফর্ম সংগ্রহ করতে হবে। আপনি চাইলে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্মটি ডাউনলোড করতে পারেন।
  3. তারপর ফর্মে সমস্ত ডিটেলস দিন। এরপর ফর্মটি প্রদান করুন এবং বায়োমেট্রিক বিবরণ দিন।
  4. এরপর একজিকিউটিভ দ্বারা একটি ছবি তোলা হবে।
  5. তারপর অনুমোদনের জন্য বায়োমেট্রিক বিবরণ শেয়ার করতে হবে।
  6. এরপর আধারে বায়োমেট্রিক্সের বিবরণ আপডেট করার জন্য ১০০ টাকা ফি দিতে হবে।
  7. তারপর একটি আপডেট অনুরোধ নম্বর (URN) সহ একটি স্বীকৃতি স্লিপ প্রদান করা হবে। আপনি চাইলে ইউআরএন ব্যবহার করে আপনার এই ফর্মটি পরীক্ষা করে নিতে পারেন।

আরও পড়ুন: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

ছবি বদলের পর কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন? (How to download Aadhaar card after changing photo?)

  1. এক্ষেত্রে আপনাকে uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html ওপেন করতে হবে।
  2. এরপর ‘ডাউনলোড আধার’-এ ক্লিক করতে হবে।
  3. তারপর পরের পৃষ্ঠায় আধার নম্বর, এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি লিখুন। এমনকি ক্যাপচা লিখুন এবং ‘ওটিপি পাঠান’ এ ক্লিক করুন।
  4. এরপর নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন।
  5. তারপর আধার কার্ড ডাউনলোড করতে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া ধাপগুলি দেখে নিন।

আরও পড়ুন: গরমে ইলেকট্রিক বিল নিয়ে স্বস্তি! সরকার এতটা ফ্রি দেবে

আধার কার্ডে ফটো আপলোড করার সময় কি মনে রাখতে হবে? (What to keep in mind while uploading photo on Aadhaar card?)

  1. প্রথমেই জানিয়ে রাখি যে, এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনে আধার কার্ড আপলোড করতে পারবেন না।
  2. আধার কার্ডের ছবি পরিবর্তনের সময় কোনো নথির প্রয়োজন নেই।
  3. আপনি চাইলে ইউআরএন-এর সাহায্যে আধার কার্ডের স্ট্যাটাস চেক কোর্টের পারেন।

অবশেষে জানিয়ে রাখি যে, আধার কার্ডের ছবি পরিবর্তন হতে ৯০ দিন সময় লাগে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।