Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Civic Volunteers Recruitment: রাজ্যে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! কীভাবে আবেদন? সবার আগে জানুন

Advertisements
Advertisements

Civic Volunteers Recruitment: চাকরিপ্রাথীদের জন্য বড়সড় সুখবর! রাজ্যে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! কিন্তু কিভাবে আবেদন করবেন। আর শিক্ষগত যোগ্যতাই বা কি জানেন কি? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেসব বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। সিভিক ভোলেন্টিয়ারদের নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। রাস্তাঘাটে বেরোলেই নীল জামা ও প্যান্ট পরা ব্যক্তিদের দেখা যায়।

Advertisements

যারা কিনা রোদ, বৃষ্টি, গরম সবকিছু সহ্য করে বছরের পর বছর ধরে রাস্তায় কাজ করে চলেছেন। যানবাহনের যথাযথ চলাচল থেকে শুরু করে মানুষের হাঁটাচলার পথ সুগম করা সবকিছুই থাকে তাদের নখদর্পনে। আর এবার তাদের জন্যই মিললো বড়সড় সুখবর। চলুন জেনে নেওয়া যাক।

Civic Volunteers Recruitment

পদের নাম: সিভিক ভোলেন্টিয়ার।

শুন্যপদের সংখ্যা: এই বিষয়ে জানা গিয়েছে যে, ১ লক্ষ পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: খুব সম্ভবত অষ্টম শ্রেণী পাশে সিভিক ভোলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে।

বেতন: এক্ষেত্রে বেতন ধার্য্য করা হয়নি।

আরও পড়ুন: হাসপাতালে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা দিচ্ছে না? এই নম্বরে ফোন লাগান

বয়সসীমা: সিভিক ভোলেন্টিয়ার পদে আবেদন করতে হলে প্রাথীর বয়স আশাকরি ১৮ বছরের উপরেই হতে হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি।

সিভিক পুলিশ পদে কিভাবে আবেদন করবেন?

এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) মারফত সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে। আর তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে মাধ্যমে যোগ্য প্রাথীকে বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ! আজই আবেদন করুন এই যোজনায়

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। এমনকি কোনো রকম ভুয়ো চাকরির ফাঁদে পা দেবেন না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।