Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Nabanna Scholarship Apply 2024: নবান্ন স্কলারশিপে পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকা, আবেদন পক্রিয়া দেখে নিন

Advertisements
Advertisements

Nabanna Scholarship: সরকারের তরফ থেকে আনা হয়েছে সবুজ সাথী, কন্যাশ্রী অপরদিকে সরকারের পক্ষ থেকে স্কুল ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে জামা জুতো ইত্যাদি, কিন্তু এইগুলি কি স্কুলছুটের হার কমাতে পেরেছে! আমাদের দেশে অনেকেই শিক্ষা সম্পন্ন করতে পারেনা শুধুমাত্র অর্থনৈতিক অসচ্ছলতার কারণে। তবে বর্তমানে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে সরকার, আনা হয়েছে বিভিন্ন প্রকল্প। আর তারপর থেকেই লক্ষ্য করা যাচ্ছে স্কুলছুটের হার কমছে।

Advertisements

সম্প্রতি স্কুলছুটের হার কমাতে ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের তরফে আনা হয়েছে আরও এক প্রকল্প। ‌ যদি ছেলে মেয়ের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত থাকেন, অর্থনৈতিক সম্বল নেই তাহলে আপনার পাশে দাঁড়াবে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এই স্কলারশিপ ‘নবান্ন স্কলারশিপ’। কারা এই স্কলারশিপের জন্য আবেদন (Nabanna Scholarship Apply 2024) জানাতে পারবেন, কত টাকা পাবেন স্কলারশিপে, কী কী ডকুমেন্ট লাগবে তা জানতে পড়ুন বিস্তারিত।

Nabanna Scholarship: নবান্ন স্কলারশিপ কী?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও উচ্চ শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ প্রকল্প চালু করেন। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিক সমস্যার কারণে উচ্চশিক্ষা পূরণ করতে পারেন না তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প। এই প্রকল্পে ছাত্র-ছাত্রীরা একটি বৃত্তি পাবেন।

Nabanna Scholarship Apply 2024: কারা এই সুবিধা পাবেন?

  1. যে সকল ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  2. তবে পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, তবে ৬০ শতাংশের বেশি নয়।
  3. যে কোনো স্নাতকোত্তর বা ডিপ্লোমা/ বিইটেক/ এমবিবিএস/ আইন/ নার্সিং/ ফার্মেসি কোর্স গুলিতে যারা পাঠরত তারা এখানে আবেদন করতে পারবেন।
  4. স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারত হলে ৫০ শতাংশ বা তার ঊর্ধ্বে ও ৫৩ শতাংশের নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে।
  5. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারায় একমাত্র এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
  6. পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড উচ্চশিক্ষা পরিষদ ও শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোন কলেজ বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে।
  7. আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে।

Nabanna Scholarship: কী সুবিধা পাবেন/ অনুদান?

এখানে এককালীন দশহাজার টাকা পাবেন পড়ুয়ারা।

উল্লেখ্য আগে নবান্ন স্কলারশিপের আবেদন অফলাইনে পূরণ করা হতো কিন্তু বর্তমানে আবেদনকারীরা, মুখ্যমন্ত্রীর তান তহবিল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।