Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Army Agniveer Result 2024: ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর রেজাল্ট প্রকাশ, কাট অফ মার্কস কত? বিস্তারিত রইল

Advertisements
Advertisements

কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছিলেন যার নাম অগ্নিপথ। ‌ তিন প্রতিরক্ষা ক্ষেত্র অর্থাৎ বায়ু সেনা, সেনাবাহিনী এবং নৌ বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ করা ছিল এর উদ্দেশ্য। এখানে চার বছরের যুক্তিতে অস্থায়ী ভাবে Army Agniveer Result 2024-রা নিযুক্ত হন।

Advertisements

কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর রাজস্থানের বিভিন্ন আর্মি রিক্রুটমেন্ট অফিস জুড়ে অগ্নিবীর নিয়োগ পরীক্ষার জন্য কমন এন্ট্রান্স পরীক্ষা হয়। আর গতকাল ছিল তারই ফলাফলের দিন। ২৮ মে প্রকাশিত হয়েছে ভারতীয় সেনা বাহিনীর অগ্নিবীর কমন এন্ট্রান্স এক্সামিনেশন (CEE) এর ফলাফল। রাজস্থানের আর্মি রিক্রুটমেন্ট অফিসের বিভিন্ন পদের জন্য ফলাফল প্রকাশিত হয়েছে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে পরীক্ষা শুরু হয়েছিল? (Army Agniveer Result 2024)

পরীক্ষাটি ARO আলওয়ার, ARO কোটা, ARO ঝুনঝুন, RO HQ জয়পুর, ARO যোধপুরের জন্য ২২ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: রোজভ্যালির টাকা কবে থেকে পাবেন? আবেদন পদ্ধতি কি? জানুন বিস্তারিত

এই পরীক্ষা পাশ করা প্রার্থীরা কোন পদে যোগ দিতে পারবেন?
এই নিয়োগের মাধ্যমে প্রার্থীরা জেনারেল ডিউটি (জিডি), কারিগরি(টেক), ট্রেডসম্যান (অষ্টম ও দশম গ্রেড), অফিস সহকারি, মহিলা মিলিটারি পুলিশ, সিপাহী ফার্মা, সৈনিক টেকনিক্যাল নার্সিং সহকারি ইত্যাদি।

নিয়োগ প্রক্রিয়া –

বর্তমানে Written পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপর ধাপে ধাপে নথি যাচাই, শারীরিক ফিটনেস পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। প্রার্থীদের আরো নির্দেশের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ৩রা জুন খুলবে না স্কুল! আরও বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? জেনে নিন

কীভাবে রেজাল্ট দেখা যাবে? (Army Agniveer Result 2024)

অগ্নিবীর নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে ভারতীয় সেনা যা ফৌজের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা। চলতি বছরে ২২ এপ্রিল থেকে ৩ মে মধ্যে হয়েছিল এই পরীক্ষা। যারা এই পরীক্ষায় পাশ করেছেন দ্বিতীয় পর্যায়ের সিলেকশন টেস্টের জন্য তাদের ডাকা হবে। ‌ রেজাল্টের পাশাপাশি অগ্নিবীরে নিয়োগের কাট অফ মার্কসও জানিয়ে দিয়েছে ফৌজ।

সেনার অফিশিয়াল ওয়েবসাইট – joinindianarmy

category and Cut Off Marks

অগ্নিবীর জেনারেল ডিউটি – ৫০%
অগ্নিবীর জেনারেল ডিউটি (টেকনিক্যাল)- ৫৫%
অগ্নিবীর (ট্রেডসম্যান)- ৫০%
অগ্নিবীর জেনারেল ডিউটি(অল আর্মস)- ৪৫%
অগ্নিবীর জেনারেল ডিউটি (মহিলা)- ৪০%

পরবর্তী ধাপের পরীক্ষা দিনকাল কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে বলে সূত্র মারফত খবর মিলেছে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।